শাহজালাল বিমানবন্দর এলাকায় নীরব জোন বাস্তবায়নে পুলিশের অভিযান

শব্দদূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের এলাকায় ‘নীরব জোন’ কঠোরভাবে বাস্তবায়নে সমন্বিত অভিযান পরিচালনা করেছে মোবাইল কোর্ট ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-উত্তরা বিভাগ।
রোববার (২৫ জানুয়ারি) পরিচালিত এ অভিযানে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লঙ্ঘনের দায়ে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মোট ৯৪টি মামলা দায়ের করা হয় এবং জরিমানা আদায় করা হয় এক লাখ পনেরো হাজার দুইশ টাকা।
রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা প্রয়োগ করে আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, সিভিল এভিয়েশন, সিটি কর্পোরেশন এবং ডিএমপির বিশেষ/নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট পরিচালনা করেন। ৫টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মোট ৫৮টি মামলা এবং ২০ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করে। অপরদিকে ডিএমপির ট্রাফিক-উত্তরা বিভাগ অভিযান পরিচালনা করে মোট ৩৬টি মামলা এবং ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নীরব জোন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এমএসি/জেডএস