মোহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

রাজধানীর মোহাম্মদপুরের বসিলার টেক্কা মিয়ার মোড় এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কিশোর গ্যাং সদস্য ও মাদক কারবারিসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক দায়িত্বশীল কর্মকর্তা এসব তথ্য জানান।
তিনি জানান, রোববার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টা থেকে মধ্যরাত ২টা পর্যন্ত বসিলা আর্মি ক্যাম্পের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, রায়েরবাজার ও টেক্কা মিয়ার মোড় এলাকায় কয়েকজন চিহ্নিত কিশোর গ্যাং সদস্য ও মাদক ব্যবসায়ী একত্রিত হয়ে অপরাধমূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিল।
অভিযান চলাকালে সেনা সদস্যরা বাচ্চু (৩৫), সাগর (১৯), রুদ্র (২১), শাকাওয়াত (২৭), শুক্কুর (৪৫) ও রাকিব (২৮) নামে ছয়জনকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের হেফাজত থেকে দুটি ধারালো তলোয়ার, একটি চাইনিজ কুঠার, ৩টি সামুরাই, ১০২ পুরিয়া হেরোইন, ৩৯৫ পুরিয়া গাঁজা, চারটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৪৩ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এসএএ/এমজে