নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দিল কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস

নেপালে বাংলাদেশ দূতাবাসে নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) নেপালে নিযুক্ত রাষ্ট্রদূত শফিকুর রহমান দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে স্বাগত জানান।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ জেতা এবং বাংলাদেশকে গর্বিত করাসহ তাদের অধ্যবসায়, টিমওয়ার্ক এবং ধারাবাহিক সাফল্যের জন্য দলের সদস্যদের প্রশংসা করেন রাষ্ট্রদূত শফিকুর রহমান।
তিনি কোচ এবং ম্যানেজমেন্টকে তাদের সমর্থন এবং কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানিয়ে আসন্ন ম্যাচগুলোর সাফল্য কামনা করেন। একটি সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষে দলের খেলোয়াড়, কোচ এবং ম্যানেজমেন্টরা দূতাবাস আয়োজিত মধ্যাহ্নভোজে যোগ দেন।
বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দল বর্তমানে কাঠমান্ডুতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলছে। এখন পর্যন্ত দলটি বাছাইপর্বের দুটি প্রস্তুতি ম্যাচ এবং চারটি ম্যাচ খেলেছে এবং ছয়টি ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে। তাদের বাছাইপর্বের আরও তিনটি ম্যাচ খেলার কথা রয়েছে।
এনআই/আরএআর