রাজধানীতে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহত

রাজধানীর শ্যামপুর থানার পশ্চিম জুরাইন এলাকায় ট্রাকের ধাক্কায় তাজওয়ার রহমান অর্ক (২২) নামে মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। সোমবার (২৬ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শ্যামপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুল হক বলেন, আমরা জানতে পারি সকাল ৭টার দিকে শ্যামপুর পশ্চিম জুরাইন এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় ওই যুবক ঘটনাস্থলে মারা যান। পরে ওই যুবকের মরদেহ উদ্ধার করে দুপুরের দিকে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, ওই যুবক ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাসা পূর্ব
রামপুরার এসোর্ট রোজারিও ২/এ এলাকায়। তিনি ওই এলাকার গাজী হাফিজুর রহমানের ছেলে।
এসএএ/আরএআর