অপরিহার্য ছাড়া এনআইডি সেবা বন্ধ থাকবে: ডিজি

করোনাভাইরাসের ডেল্টা ভেরিয়েন্টের বিস্তার রোধে বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত মানুষের সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধিনিষেধ জারি করেছে সরকার। এবারের বিধিনিষেধে একেবারেই অপরিহার্য ছাড়া জাতীয় পরিচয়পত্র সেবা বন্ধ থাকবে বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন অনুবিভাগটির মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর।
লকডাউনে এনআইডি কার্যক্রম বন্ধ থাকবে কিনা বুধবার (৩০ জুন) বিকেলে এমন প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, ‘আমাদের একদম অপরিহার্য সেবাটা চালু থাকবে। অনলাইনে আবেদন করতে হবে। লকডাউনে এনআইডির শুধু নতুন কার্ড দেওয়া হবে। এর বাইরে অন্য সেবাগুলো আপাতত বন্ধ থাকবে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী অফিস-আদালত বন্ধ থাকবে। তারপরও এনআইডি কার্যক্রম পরিচালনার জন্য সীমিত পরিসরে দু-একজন অফিসে থাকবে। খুব অপরিহার্য কোনকিছু হলে সেগুলো বাসা থেকে করা হবে।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই সময়ের মধ্যে কেউ নতুন ভোটার হতে পারবে না। তবে কারও যদি টিকা বা পাসপোর্টের কাজে এনআইডি লাগে তাহলে সেগুলো করা হবে। একেবারেই যে সেবাগুলো না দিলে লোকজনের ক্ষতি হবে সেগুলো দেওয়া হবে। আর লকডাউন উঠে গেলে আবার স্বাভাবিক নিয়মের মতো এনআইডি সেবা কার্যক্রম চালু করা হবে।’
এনআইডি সংশোধন আবেদনের প্রসঙ্গে তিনি বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর পড়ে থাকা আবেদনগুলো সংশোধনের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু করোনার কারণে আমার প্রত্যাশা অনুযায়ী আবেদনগুলোর বিষয়ে কাজগুলো করতে পারিনি। তবে আমরা এনআইডি সার্বিক কার্যক্রমের বিষয়ে একটা মাস্টার প্ল্যান করেছিলাম। যেটার সুফল করোনা না হলে সাধারণ জনগণ পেয়ে যেত।
করোনাভাইরাসের বিস্তার রোধে ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা।
এসআর/এসএম