পলিথিন ব্যবহার বন্ধে তৎপর হওয়ার আহ্বান

পলিথিন ব্যবহার বন্ধে তৎপর হতে কাউন্সিলদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী। বুধবার (৩০ জুন) চসিকের কনফারেন্স রুমে ‘পলিথিন মুক্ত চট্টগ্রাম’ শীর্ষক এক সভায় তিনি এ নির্দেশনা দেন।
মেয়র বলেন, পলিথিন আমাদের জন্য অভিশাপ। চট্টগ্রামে কোনো পলিথিন কারখানা আছে কি না, তা খুঁজে বের করার জন্য কাউন্সিলর তৎপর হতে হবে। কোনো কারখানা পেলে তার তালিকা পরিবেশ অধিদফতরের কাছে জমা দিতে হবে। নগরবাসী ও ব্যবসায়ীদের পলিথিন ব্যবহার নিরুৎসাহিত করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পলিথিন বন্ধের মূল উদ্দেশ্য হলো চট্টগ্রাম নগরকে জলাবদ্ধতা মুক্ত করা। নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রয়োজন পাহাড় কাটা বন্ধ করা, পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা, নির্মাণাধীন বহুতল ভবনর পাইলিং এর মাটি নালা-খালে ফলা বন্ধ করা। এ সব ব্যাপারে সব সেবা সংস্থাকে সমন্বিত পদক্ষেপ নিয়ে এগিয়ে আসতে হবে। পলিথিন বন্ধে মানুষকে সচেতন করতে মাইকিং ও সচেতনতামূলক কাজ করতে হবে।
কর্ণফুলী নদীতে পলিথিনের স্তর বেড়ে যাওয়া ও নগরে পলিথিনের ব্যবহার বেড়ে যাওয়ার হুমকি মোকাবিলায় এ সভা আহ্বান করে চট্টগ্রাম সিটি করপোরেশন। এতে জেলা প্রশাসন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, পরিবেশ অধিদপ্তর, সিডিএর জলাবদ্ধতা প্রকল্প ও সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিকের পরিবেশ রক্ষা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর শৈবাল দাস সুমন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ শহীদুল আলম, স্বাস্থ্য বিভাগের পরিচালক চট্টগ্রাম ডা. শাহরিয়ার, পরিবেশ অধিদফতরের পরিচালক (মেট্রো) নুরুল্লাহ নুরী, জলাবদ্ধতা প্রকল্পের প্রকল্প পরিচালক লে. ক. শাহ আলী প্রমুখ।
কেএম/আরএইচ