প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে কাতারের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ বিন মোহাম্মদ নাসের আল দেহিমি। বুধবার (৩০ জুন) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে মন্ত্রী ইমরানের দফতরে সাক্ষাৎ করেন তিনি।
মন্ত্রী ও বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, বৈদেশিক কর্মসংস্থান ও কোভিড-১৯ টিকা কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
বৈঠকে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, বৈশ্বিক করোনা মহামারির মধ্যেও বাংলাদেশ সরকার বিদেশ গমনেচ্ছু কর্মীদের যথাযথ প্রশিক্ষণ ও তাদের প্রয়োজনীয় সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে। একইসঙ্গে বিদেশ ফেরতদের আর্থসামাজিক পুনর্বাসনের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রবাসী কল্যাণের অধীনস্থ সংস্থাসমূহের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং এর অধীনস্থ সংস্থাসমূহের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (৩০ জুন) মন্ত্রণালয়ের সভাকক্ষে সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের সভাপতিত্বে মন্ত্রণালয়ের অধীনস্থ দফতর/সংস্থাসমূহের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী ইমরান আহমেদ।
চুক্তিতে স্বাক্ষর করেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান (অতিরিক্ত সচিব), জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহিদুল আলম, এনডিসি (অতিরিক্ত সচিব) এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লি. (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মো. বিল্লাল হোসেন (অতিরিক্ত সচিব)।
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রবাসীদের কল্যাণে দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে সবাইকে আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের সম্মানে দেশের জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে।
সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, প্রবাসীদের কল্যাণে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য দফতরসমূহের সব কর্মকর্তা-কর্মচারীকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
এনআই/এসকেডি