ইডেনের সামনে থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

রাজধানীর ইডেন কলেজের সামনের ফুটপাত থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নবজাতকের বয়স আনুমানিক একদিন।
বৃহস্পতিবার (১জুলাই) সকাল ৮টার দিকে মেয়ে সন্তানের মরদেহটি উদ্ধার করে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
লালবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এসএম তারেক আজিজ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে সকালে ইডেন কলেজের সামনের রাস্তার পাশ থেকে নবজাতকের মৃতদেহটি উদ্ধার করি। সুরতহাল শেষে মরদেহটি ঢামেক মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।
তিনি আরও বলেন, মেয়ে নবজাতকের বয়স আনুমানিক একদিন। তোয়ালে দিয়ে মোড়ানো অবস্থায় তাকে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে মৃত অবস্থায় কেউ নবজাতককে এখানে ফেলে গেছে। আশেপাশের ভিডিও ফুটেজ দেখে আসল ঘটনা জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে বিস্তারিত জানা যাবে।
এসএএ/এমএইচএস