বনশ্রীতে ভবন থেকে পড়ে রড মিস্ত্রীর মৃত্যু

রাজধানীতে পাঁচতলা ভবন থেকে পড়ে মোতালেব (২২) নামে এক রড মিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) সকাল সাড়ে ৮টার বনশ্রীর ট্রপিকাল হাউজে এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতালে নিয়ে আসা মোতালেবের সহকর্মী ফিরোজ আহমেদ ঢাকা পোস্টকে বলেন, প্রতিদিনের মতো আমরা ট্রপিকাল হাউজের পাঁচতলায় রডের কাজ করছিলাম। হঠাৎ করে পা পিছলে মোতালেব নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, মোতালেবের বাড়ি সিরাজগঞ্জ জেলার সদর থানার পারপাসি এলাকায়। তার বাবার নাম আবু সাইদ। তিনি ওই ভবনেই থাকতেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ঢাকা পোস্টকে বলেন, বনশ্রীর একটি ভবন থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় একজনকে আনা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রামপুরা থানাকে জানানো হয়েছে।
এসএএ/এমএইচএস