কারণ জানাতে না পারায় ৫ হাজার টাকা জরিমানা

করোনাভাইরাসের বিস্তার রোধে আজ থেকে দেশে শুরু হয়েছে ‘কঠোর বিধিনিষেধ’। তাই রাজধানীর প্রবেশ পথগুলোতে চলছে কঠোর তল্লাশি। অতি প্রয়োজন ছাড়া এদিক-সেদিক চলাফেরা করলে গুনতে হচ্ছে জরিমানা।
বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে বাবু বাজার ব্রিজের প্রবেশ মুখে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় সঠিক কারণ দর্শাতে না পারায় চার মোটরসাইকেল চালককে ৫ হাজার টাকা জরিমানা করেছে বংশাল থানা পুলিশ। জরিমানা করা চালকরা হলেন- মঞ্জুরুল ইসলাম, হাফিজ উদ্দিন, নুরে আলম ও আনিছুর রহমান।

বংশাল থানা পুলিশ পরিদর্শক আবুল কালাম ভূইয়া (অপারেশন) ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কঠোর বিধি নিষেধ নিশ্চিত করতে সকাল ৬টা থেকে কাজ করছি। বিধি নিষেধ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, চেক পোস্টে যাদের সন্দেহ হচ্ছে তাদের তল্লাশি করছি। এ সময় সঠিক কারণ দর্শাতে না পারায় চার মোটরসাইকেল চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
টিএইচ/এমএইচএস