স্বাস্থ্যবিধি মানাতে কাজ শুরু করেছে নৌবাহিনী

দেশে করোনা সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা বাস্তবায়নে স্থানীয় প্রশাসনকে সহায়তা দেওয়ার লক্ষ্যে সমুদ্র ও উপকূলীয় এলাকায় কাজ শুরু করেছে নৌবাহিনীর কন্টিনজেন্টগুলো।
ইতোমধ্যে চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চল থেকে ২৩ জন কর্মকর্তাসহ ১৯৬ জন নৌসদস্যের ৮ কন্টিনজেন্ট সমুদ্র ও উপকূলীয় এলাকায় টহল ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।
বৃহস্পতিবার (১ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চট্টগ্রাম নৌ অঞ্চলের ১২ জন কর্মকর্তাসহ ১০৮ নৌ সদস্যের ছয়টি কন্টিনজেন্ট ভোলা সদর, বোরহানউদ্দিন, দৌলতখান, চর ফ্যাশন, মনপুরা, লালমোহন, তজুমুদ্দিন, সন্দ্বীপ, হাতিয়া, টেকনাফ, কুতুবদিয়া ও মহেশখালী এলাকায় কাজ করছে।

অন্য দিকে খুলনা নৌ অঞ্চল থেকে ১১ জন কর্মকর্তাসহ ৮৮ জন নৌসদস্যের দুটি কন্টিনজেন্ট মোংলা বাগেরহাট, বরগুনা সদর, আমতলী, বেতাগী, বামনা, পাথরঘাটা ও তালতলী উপজেলায় কাজ করছে। ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় নৌবাহিনী এ কার্যক্রম পরিচালনা করছে।
আইএসপিআর জানিয়েছে, সমুদ্র ও উপকূলীয় এসকল এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি করোনা সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা, কোয়ারেন্টাইন নিশ্চিত করাসহ সংক্রমণ প্রতিরোধে গৃহীত সব কার্যক্রমে অসামরিক প্রশাসনকে সহায়তা করে যাচ্ছে নৌসদস্যরা। এছাড়া যেকোনো প্রয়োজনে সার্বিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে নৌবাহিনী।
এনএম/ওএফ