হেলথ কেয়ারে রাঙ্গা করোনা পজিটিভ, আইইডিসিআরে নেগেটিভ

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গার করোনা পরীক্ষার ফলাফল হেলথ কেয়ার হাসপাতাল পজিটিভ বললেও আইইডিসিআরের পরীক্ষায় তা নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক।
শনিবার (৩ জুলাই) সংসদে ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল-২০২১’ বিল বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।
মুজিবুল হক বলেন, আমাদের বিরোধী দলের চিফ হুইপ (মসিউর রহমান রাঙ্গা) করোনায় আক্রান্ত হয়ে এখন চিকিৎসাধীন আছেন। বৃহস্পতিবার (১ জুলাই) রাতে হঠাৎ করে তার জ্বর আসে। কোভিড হতে পারে এমন আশঙ্কা করে তিনি হেলথ কেয়ার নামক একটি সংস্থা থেকে টেস্ট করেন। পরে প্রধানমন্ত্রীর সচিবের সঙ্গে যোগাযোগ করেন। সচিব প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রীর সহযোগিতায় রাঙ্গা এখন কুর্মিটোলা হাসপাতালে ভর্তি আছেন।
তিনি বলেন, শুক্রবার (২ জুলাই) তিনি ভর্তি হতে যাওয়ার সময় সংসদে টেস্ট করাতে দেন। বিকেলে সংসদের টেস্টের রিপোর্ট আসে নেগেটিভ। এখন আমি ভয় পাবো কী পাবো না এটা ঠিক বুঝতে পারছি না। কারণ তিনি আমার পাশেই বসতেন।
জাতীয় পার্টির এই সংসদ সদস্য বলেন, একজন বিরোধী দলের চিফ হুইপের করোনা টেস্টের ফলাফল এক জায়গায় পজিটিভ, আরেক জায়গায় নেগেটিভ। হেলথ কেয়ার দিল পজিটিভ। তার কয়েক ঘণ্টা পরে আইইডিসিআর রিপোর্ট দিয়ে বলছে নেগেটিভ। এটা তো একটা সমস্যা। স্বাস্থ্যমন্ত্রী এখানে নেই। তিনি সেদিন বললেন, বাংলাদেশে কোভিডে কোনো সমস্যাই নেই। তিনি আমেরিকার সঙ্গে তুলনা করেন। এই জিনিসগুলো তার দেখা দরকার।
এইউএ/এমএইচএস