চোরাচালানবিরোধী টাস্কফোর্সের ১৯৬তম সভা ২৮ জানুয়ারি

রাজস্ব ফাঁকি, মানি লন্ডারিং ও চোরাচালান নিরােধ কেন্দ্রীয় টাস্কফোর্সের ১৯৬তম সভা আগামী ২৮ জানুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।
জাতীয় রাজস্ব বাের্ডের চেয়ারম্যান ও চোরাচালান নিরােধ কেন্দ্রীয় টাস্কফোর্সের সভাপতি আবু হেনা মােঃ রহমাতুল মুনিমের সভাপতিত্বে ১২টি সংস্থার প্রতিনিধিরা ওই সভায় অংশগ্রহণ করবেন।
সম্প্রতি এনবিআরের দেওয়া চিঠি সূত্রে জানা যায়, আগামী ২৮ জানুয়ারি বিকেল ৩টা জাতীয় রাজস্ব বাের্ডের সম্মেলন কক্ষে চোরাচালান নিরােধ কেন্দ্রীয় টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত হবে। সভায় জাতীয় রাজস্ব বাের্ড, কাস্টমস গােয়েন্দা ও তদন্ত অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সরাসরি অংশগ্রহণ করবেন। এছাড়া অন্যান্য দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা অনলাইনে অংশগ্রহণ করবেন।
প্রত্যেক দপ্তর থেকে একজন করে ফোকাল পয়েন্ট কর্মকর্তা মনােনয়ন করে কেন্দ্রীয় টাস্কফোর্সের সদস্য সচিব, কাস্টমস গােয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকের কাছে নথি পাঠাতেও বলা হয় চিঠিতে।
এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি), শুল্ক ও মুসক গোয়েন্দা অধিদপ্তরসহ সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থা- বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ কোস্টগার্ড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, র্যাব, এনএসআই, ডিজিএফআই, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ পুলিশ-রেলওয়ে রেঞ্জ চোরাচালান নিরােধ কেন্দ্রীয় টাস্কফোর্সের সদস্য।
সারাদেশে রাজস্ব ফাঁকি, মানি লন্ডারিং ও চোরাচালান সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যে ১৯৮৮ সালে জাতীয় টাস্কফোর্স গঠিত হয়। আঞ্চলিক পর্যায়ে বিভাগীয় কমিশনারদের নেতৃত্বে চোরাচালান নিরোধে টাস্কফোর্সের কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।
আরএম/ওএফ