মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে বিশেষজ্ঞদের মত

রোহিঙ্গাদের সমস্যা সমাধানে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি দেশটিতে এখনও যেসব দেশ বিনিয়োগ করছে তাদের ওপর চাপ প্রয়োগ করতে হবে বলেও বিশেষজ্ঞদের পক্ষ থেকে বলা হয়েছে।
শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে নেদারল্যান্ডসের হেগে ‘রোহিঙ্গাদের ওপর যৌন ও লিঙ্গ-ভিত্তিক নিপীড়নের জন্য দায়বদ্ধতা ও বিচার’ শীর্ষক এক অনলাইন সভায় অংশ নিয়ে এমন অভিমত দেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মধ্যে সেখানে বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ, নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ এবং কফি আনান কমিশনের সদস্য লেইতিশিয়া ভ্যান ডেন আসুম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখতে হবে। একইসঙ্গে যারা সেখানে বিনিয়োগ করছে তাদের ওপরও চাপ প্রয়োগ করতে হবে। তাছাড়া যেসব দেশ চাইলে এই সমস্যা সমাধান সম্ভব তাদের আন্তরিকতা প্রদর্শন করতে হবে।’
নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ বলেন, ‘মিয়ানমার রোহিঙ্গাদের ওপর যে অমানবিক আচরণ করেছে সেটা পুরো বিশ্ব দেখেছে। অথচ এখনও বিশ্ব কেন মিয়ানমারকে জোরালোভাবে চাপ প্রয়োগ করছে না সেটাই আমার বোধগম্য নয়। এই সমস্যা মিয়ানমারের, তাই তাদেরই সমাধান করতে হবে।’
কফি আনান কমিশনের সদস্য লেইতিশিয়া ভ্যান ডেন আসুম বলেন, ‘মিয়ানমারের বিরুদ্ধে তিনটি আন্তর্জাতিক মামলা রয়েছে। মামলাগুলোর ফলাফল নির্ভর করছে সাক্ষীদের ওপর। এ জন্য তাদের সুরক্ষার বিষয়টিও মাথায় রাখতে হবে। যেন তারা সঠিক সময়ে সঠিক সাক্ষ্যটা দেয়।’
এনআই/এফআর