রাসেল আহমেদ তুহিনের উদ্যোগে সুরক্ষা সামগ্রী হস্তান্তর

কিশোরগঞ্জের বিশিষ্ট সমাজসেবক এবং রাজনীতিবিদ রাসেল আহমেদ তুহিনের উদ্যোগে সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন তিনি।
হস্তান্তর করা সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে, ১০ হাজার ২০০ পিস এন ৯৫ মাস্ক, ৫৩ হাজার পিস সারজিক্যাল মাস্ক, ৮৯৫টি পিপিই এবং ৪০০টি সুরক্ষা চশমা।
চলমান ও ভবিষ্যৎ যে কোনো সংকটের সময় কিশোরগঞ্জের সব মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন রাসেল আহমেদ তুহিন।
সিভিল সার্জন জেলার স্বাস্থ্য সেবায় নিয়োজিত ডাক্তার, নার্স এবং স্বাস্থ্য কর্মীদের পক্ষ থেকে রাসেল আহমেদ তুহিনকে সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
এইউএ/এসকেডি