চট্টগ্রামে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার ১৪ নম্বর গ্যারেজ এলাকার জমির কলোনিতে মর্জিনা বেগম (৩৬) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী মো. রফিককে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্বামী মো. রফিককে গ্রেফতার করা হয়েছে। রফিক রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পিরোজপুর গ্রামের আনছার আলীর ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক।
পুলিশ কর্মকর্তা মোস্তাফিজ বলেন, নিহত মর্জিনা বেগম একটি জুতার কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার ভোরে রফিক তার স্ত্রী মর্জিনাকে খুন করে বাসা থেকে বের হয়ে যায়। পরে ফিরে এসে সে সড়ক দুর্ঘটনায় মর্জিনা মারা গেছেন বলে প্রতিবেশীদের কাছে প্রচার করতে থাকে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে মর্জিনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সন্দেহজনক হওয়ায় পুলিশ রফিককে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রফিক স্ত্রীকে মাথায় আঘাতের পর শ্বাসরোধ করে হত্যা করেছে বলে স্বীকার করে। পারিবারিক কলহের জের ধরে স্ত্রী মর্জিনাকে হত্যা করে রফিক। এ ঘটনায় নিহতের ভাই রাসেল বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।
কেএম/এসকেডি