মার্চে ইউপি নির্বাচন

মার্চের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর।
রোববার (১০ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ইসি সচিব জানান, এবার ৮ থেকে ৯ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ব্যালট ও ইভিএম দুই পদ্ধতিতেই ভোটগ্রহণ হবে।
ইসি সূত্র জানায়, দেশে বর্তমানে ৪ হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। সর্বশেষ ২০১৬ সালের ২২ মার্চ শুরু হয়ে কয়েক ধাপে ওই বছরের ৪ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ হয়।
স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ এর ২৯ (৩) এ বলা আছে, পরিষদ গঠনের জন্য কোনো সাধারণ নির্বাচন ওই পরিষদের জন্য পূর্ববর্তী সাধারণ নির্বাচনের তারিখ হতে পাঁচ বছর পূর্ণ হওয়ার ১৮০ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে।
অর্থাৎ, চলতি বছরের ২১ মার্চের আগেই ইউপি নির্বাচন আয়োজন করতে হবে ইসিকে।
এসআর/এসআরএস