সাগরপথে ইউরোপে মানবপাচারকারী ‘ইউরো আশিক’ গ্রেফতার

ভূমধ্যসাগর হয়ে ইউরোপে মানবপাচারের আন্তর্জাতিক চক্রের বাংলাদেশি এজেন্ট আশিকসহ সাত জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। গ্রেফতার আশিক ‘ইউরো আশিক’ নামে পরিচিত।
শনিবার (১০ জুলাই) মধ্যরাতে অভিযান চালিয়ে রাজধানী থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) ইমরান খান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার আশিক ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে মানবপাচারকারী ‘রুবেল সিন্ডিকেট’র প্রধান সমন্বয়ক। আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
এআর/এসএসএইচ