গণপরিবহন চালাতে মালিক-শ্রমিকদের প্রস্তুতি

আগামী ১৫ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে সড়কে গণপরিবহন চালাতে সড়ক পরিবহন খাতের মালিক-শ্রমিকরা প্রস্তুতি নিচ্ছেন। সোমবার (১২ জুলাই) রাতে ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ এ তথ্য জানান।
তিনি বলেন, আমরা জানতে পেরেছি, ট্রেন চলাচল শুরু হবে ১৫ জুলাই থেকে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাস পরিচালনা করার জন্য নির্দেশনা দেওয়া হলে আমরা অবশ্যই তা প্রতিপালন করব।
এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী ঢাকা পোস্টকে বলেন, লকডাউনের কারণে সারাদেশে কমপক্ষে ৫০ লাখ পরিবহন শ্রমিক অর্ধাহারে-অনাহারে দিন পার করছেন। সবকিছু খুলে দেওয়া হলে দূরপাল্লার বাস চলবে, এ আশা করছেন পরিবহন শ্রমিকরা।
তিনি বলেন, প্রজ্ঞাপন জারি হওয়ার পর আমরা বুঝতে পারব কী কী শর্তে গণপরিবহন চালাতে হবে। আমার জানা মতে, দূরপাল্লার বাস পরিচালনার জন্য অনেকে প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে, করোনা মহামারির বিস্তার রোধে বিভিন্ন বিষয়ে সরকার আরোপিত বিধিনিষেধ আগামী ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মঙ্গলবার (১৩ জুলাই) প্রজ্ঞাপন জারি করা হবে।
সোমবার সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আগামী ২৩ জুলাই থেকে আবারও কঠোর বিধিনিষেধ জারি করা হবে বলেও তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।
আগামী ১৫ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচলের অনুমতি দিতে যাচ্ছে সরকার। এছাড়া ওই দিন থেকেই সীমিত পরিসরে দোকানপাট ও শপিং মল খুলে দেওয়া হবে বলে জানা গেছে।
সোমবার রাতে মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে ১৩ জুলাই এ সংক্রান্ত সরকারি আদেশ জারি করা হবে বলে মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে।
পিএসডি/আরএইচ