গুলশানে বিয়ার-প্রাইভেটকারসহ মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর গুলশান এলাকা থেকে ৮৫৬ ক্যান বিয়ারসহ আলমগীর হোসেন সরকার (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৩। মঙ্গলবার (১২ জুলাই) ভোরে গুলশানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
র্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায়, গুলশান এলাকায় কতিপয় মাদক কারবারি একটি প্রাইভেটকারযোগে অবৈধ বিয়ার বিক্রির উদ্দেশে মগবাজারের দিকে যাচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর আভিযানিক দল অভিযান পরিচালনা করে ৮৫৬ ক্যান বিয়ার ও ১টি প্রাইভেটকারসহ আলমগীর হোসেন সরকার নামে ওই মাদক কারবারিকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আলমগীর মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। সে দীর্ঘদিন ধরে মহানগরীর বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য বিদেশি বিয়ার ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে গুলশান থানায় মামলার দায়ের করা হয়েছে।
জেইউ/এমএইচএস