জীবন বিমা করপোরেশনের নতুন এমডি দেলোয়ার হোসেন

জীবন বিমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ পেয়েছেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর হিসাবে বদলির আদেশাধীন মহাপরিদর্শক মো. দেলোয়ার হোসেন।
সোমবার (১১ জানুয়ারি) তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অন্যদিকে, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (গণগন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক হিসাবে বদলির আদেশাধীন) সঞ্জয় কুমার চক্রবর্তী।
এছাড়া পরিকল্পনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব আব্দুল আজিম চৌধুরীকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী সদস্য করা হয়েছে।
আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন শীর্ষক (৩য় পর্যায়) প্রকল্পের পরিচালক আনোয়ারা বেগমকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
এছাড়াও, এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. হেলাল উদ্দিনকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শহিদুল হক ভূইয়াকে (এনডিসি) সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) প্রোগ্রাম কো-অর্ডিনেটরের দায়িত্ব পালনের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে বদলি করা হয়েছে।
এসএইচআর/জেডএস