পুকুর ভরাট করে শপিংমল নির্মাণের আর্থিক বরাদ্দ বাতিলের দাবি

হবিগঞ্জ শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনের পুকুর ভরাট করে পৌর শপিংমল নির্মাণের জন্য আর্থিক বরাদ্দের ঘোষণা বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা। পাশাপাশি সংগঠনটি পুকুরটি পুনঃখনন করে এর সৌন্দর্যবর্ধনের দাবিও জানিয়েছে।
রোববার (১৮ জুলাই) বাপা হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদ ও সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে হবিগঞ্জ পৌর এলাকায় জলাবদ্ধতার সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে। ইতোমধ্যে এটি মানবিক বিপর্যয়ে রূপ নিয়েছে। সামান্য বৃষ্টি হলে শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোসহ বিস্তীর্ণ এলাকায় পানি জমে যায়। এর মূল কারণ হচ্ছে অপরিকল্পিতভাবে বেড়ে উঠা হবিগঞ্জ শহরের বারিপাত অঞ্চল। পুকুর ও জলাশয়গুলো দখল ও ভরাট হয়ে যাওয়া।
হবিগঞ্জের পানি উন্নয়ন বোর্ড এবং নজির সুপার মার্কেটের সামনের পুকুরটি টাউন মডেল পুকুর নামে পরিচিত। এক যুগেরও বেশি সময় ধরে অস্থায়ী ট্রাকস্ট্যান্ড, উভয় সড়কের সংযোগ সড়ক নির্মাণ এবং পুরাতন কাপড়ের দোকান স্থাপনের মাধ্যমে পুকুরটি অবৈধ দখলে। এই কৌশলগত বারিপাত অঞ্চলটি সঙ্কুচিত হওয়ার সঙ্গে সঙ্গে পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে সার্কিট হাউসের সামনে রাস্তায় বৃষ্টি হলেই পানি জমতে শুরু করে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ ব্যাপক জলাবদ্ধতা নিরসনে পুকুরটি পুনরুদ্ধারের দাবি করে আসছে।
এতে আরও বলা হয়, সদ্য ঘোষিত হবিগঞ্জ পৌরসভার বাজেটে উল্লেখিত পুকুরে পৌর শপিং মল নির্মাণের জন্য আর্থিক বরাদ্দ রাখা হয়েছে। জলাবদ্ধতা নিরসনে হবিগঞ্জের পুকুরগুলো এবং পুরাতন খোয়াই নদী রক্ষায় মেয়রের নির্বাচনী ওয়াদা থাকলেও হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে পুকুরটি অবৈধ দখলের হাত থেকে পুনরুদ্ধার না করে বহুতল শপিং মল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করায় আমার বিস্মিত।
প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন ২০০০ এর ৫নং ধারায় উল্লেখিত আইনের বিধান অনুযায়ী ‘খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার হিসাবে চিহ্নিত জায়গার শ্রেণি পরিবর্তন করা যাবে না বা উক্ত রূপ জায়গা অন্য কোনোভাবে ব্যবহার করা যাবে না বা অনুরূপ ব্যবহারের জন্য ভাড়া, ইজারা বা অন্য কোনোভাবে হস্তান্তর করা যাইবে না।’ অংশটুকু উক্ত পুকুর ভরাটের ক্ষেত্রে প্রণিধানযোগ্য।
সংগঠনটি বিজ্ঞপ্তিতে দাবি জানিয়ে বলে, আমরা হবিগঞ্জ পৌরসভার বাজেটে উল্লেখিত পুকুরে পৌর শপিংমল নির্মাণের জন্য আর্থিক বরাদ্দের প্রতিবাদ করছি। এ সময় বাপা হবিগঞ্জ গুরুত্বপূর্ণ কয়েকটি পদক্ষেপ নিতে মেয়রের প্রতি বিশেষ অনুরোধ করেছে।
অনুরোধগুলো হচ্ছে- অবিলম্বে পৌর শপিংমল নির্মাণের জন্য আর্থিক বরাদ্দের ঘোষণা বাতিল করা; টাউন মডেলের পুকুর থেকে সব অবৈধ দখল উচ্ছেদ করা; সংশ্লিষ্ট এলাকাবাসী ও সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে নিয়ে একটি সুবিবেচিত নকশা প্রণয়নের মাধ্যমে পুকুরটি দৃষ্টিনন্দন করে নাগরিক সুবিধায় সম্পৃক্ত করতে হবে। এই ক্ষেত্রে বাসস্ট্যান্ড স্থানান্তরিত হওয়ায় রাস্তাটি কেটে বড় করা যেতে পারে; টাউন মডেল পুকুরসহ পৌরসভার দখল ও ভরাট হয়ে যাওয়া অন্যান্য পুকুর, পুরাতন খোয়াই নদী পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এবং হবিগঞ্জ পৌরসভার জন্য একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন করা।
এমএইচএন/এমএইচএস