‘ভাস্কর্যবিরোধীরা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার পথ খুঁজছে’

ভাস্কর্যবিরোধীরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, ওরা অন্য কিছু ইঙ্গিত করতে চায়। তারা জানে সামনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে পারবে না, তাই ভাস্কর্য বিরোধীরা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার জন্য পথ খুঁজছে।
সোমবার (১১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে শেখ হাসিনা পরিষদ আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মোজাম্মেল হক বলেন, যারা আজ ভাস্কর্য ভাঙতে চায়, তারা কারা? তারা খোলাফায়ে রাশেদীনের আমলে চারজনের মধ্যে তিন খলীফাকে হত্যা করেছিলো। বলেছিলো যে, ইসলাম রক্ষার্থে। আসলে ইসলাম রক্ষার জন্য নয়, তারা খলীফাদের হত্যা করেছিলো খেলাফত দখল করার জন্য। অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার জন্য। পৃথিবীর মধ্যে ১৯টি মুসলিম দেশ রয়েছে। এরমধ্যে ১৮টি দেশে ভাস্কর্য রয়েছে। পৃথিবীর সব রাষ্ট্রে ভাস্কর্য আছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ওরা শাসনের নামে হাওয়া ভবন তৈরি করে লুটপাট করে খেয়েছে। তারা জনগণের সম্পদ লুটপাট করে ক্ষান্ত হয়নি, এতিমের টাকাও লুটপাট করেছে। এতিমের টাকা লুটপাট করায় আদালতে দোষী সাব্যস্ত হয়েছে। ওরা জনগণের সম্পদ, গরিবের আমানতের সবসময় খেয়ানত করেছে। তাদের কাছে আমানত রাখা কখনোই নিরাপদ নয়। আওয়ামী লীগকে দেশ থেকে নিশ্চিহ্ন করার জন্য ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করেছিল।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন পরিষদটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. মনির খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আখতার হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ প্রমুখ।
এইচএন/এমএইচএস