বঙ্গবন্ধু আমৃত্যু শোষিতের পক্ষে লড়াই করেছেন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমৃত্যু শোষিত মানুষের পক্ষে লড়াই করেছেন। তিনি বাঙালি জাতিকে একটি স্বাধীন আত্মপরিচয় দিয়ে গেছেন। অর্থনৈতিক মুক্তির জন্য আজীবন সংগ্রাম করেছেন।
সোমবার (১৯ জুলাই) সচিবালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উদ্যোগে ‘বঙ্গবন্ধুর সমবায় ভাবনা : উন্নয়ন অভিযাত্রায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতার স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুকন্যা ক্ষমতায় আছেন বলেই পৃথিবীতে বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ হয়ে উঠেছে।
স্বপন ভট্টাচার্য্য বলেন, পৃথিবীতে প্রায় ৪০ কোটি বাঙালি রয়েছে। বাংলাদেশের ১৭ কোটি বাঙালিই স্বাধীনতার সুফল ভোগ করছে। বঙ্গবন্ধু দেশটা স্বাধীন করে দিয়ে গেছেন বলেই আমরা গর্ব করে বলতে পারি আমরা স্বাধীন। বঙ্গবন্ধু এদেশ স্বাধীন করেছেন বলেই আমরা আজ উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখতে পারছি।
সভাপতির বক্তব্যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসান বলেন, জাতির পিতার গৌরবময় রাজনৈতিক জীবনের নানা বিষয়, সমবায় উন্নয়ন ভাবনা, সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে গৃহীত নানা পদক্ষেপের কথা তুলে ধরা হয়েছে প্রকাশনাটির বিভিন্ন লেখায়, নিবন্ধে। স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ ছিল যার স্বপ্ন, সেই অনন্য মানুষটির অসামান্য অবদান, দীর্ঘ সংগ্রামমুখর জীবনের নানা বিষয় একটি প্রকাশনায় পরিপূর্ণভাবে তুলে ধরা অসম্ভব। প্রকাশনা সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন সচিব।
‘বঙ্গবন্ধুর সমবায় ভাবনা : উন্নয়ন অভিযাত্রায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ’ শীর্ষক প্রকাশনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব মো. রাশিদুল ইসলাম, বিআরডিবির মহাপরিচালক সুপ্রিয় কুমার কুন্ডু, সমবায় অধিদফতরের নিবন্ধক ও মহাপরিচালক ড. মো. হারুন-অর-রশীদ বিশ্বাস, পিডিএফের এমডি মউদুদউর রশীদ সফদার, বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের মহাপরিচালক মো. আমিনুল ইসলাম।
এসএইচআর/আরএইচ