স্বাস্থ্যবিধি মেনে আহমদিয়া কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায়

সরকারি নির্দেশনা মেনে ঢাকার আহমদিয়া মুসলিম জামা’ত, বাংলাদেশের কেন্দ্রীয় জামে মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করা হয়েছে। নামাজ শেষে মুসলিম বিশ্বের ঐক্য, শান্তি এবং মহামারি করোনার ভয়াবহ প্রাদুর্ভাব থেকে বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষের সুরক্ষার জন্য বিশেষ দোয়া করা হয়।
বুধবার (২১ জুলাই) সকাল ৯টায় মসজিদের ভেতরে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আজহার নামাজের ইমামতি করেন আহমদিয়া মুসলিম জামা’ত, বাংলাদেশের ন্যাশনাল আমির আলহাজ্ব মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী। জামাত শেষে খুতবা পেশ করা হয়।

খুতবা শেষে অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। পাশাপাশি মুসলিম বিশ্বের ঐক্যে এবং বৈশ্বিক করোনাভাইরাসের সংক্রমণ থেকে আল্লাহ যেন বিশ্ববাসীকে রক্ষা করেন এ জন্য দোয়া করা হয়।
এর আগে স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা প্রবেশ করেন মসজিদে। নামাজ শেষে অংশগ্রহণকারী সবার জন্য গিফট প্যাকের ব্যবস্থা করা হয়। একইভাবে সারাদেশে আহমদিয়া মসজিদগুলোয় পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করা হয়।
এসকেডি
