করোনা আক্রান্ত হয়ে চবির সাবেক অধ্যাপক ভূইয়া ইকবালের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ও গবেষক অধ্যাপক ভূঁইয়া ইকবাল মারা গেছেন।
বৃহস্পতিবার (২২ জুলাই) ভোরে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. শফিউল আজম।
অধ্যাপক ভূইয়া ইকবাল ১৯৪৬ সালের ২২ নভেম্বর ভোলা জেলায় জন্মগ্রহণ করেন। বেড়ে ওঠেন ঢাকায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকরি জীবন শেষে ঢাকায় বসবাস করতেন তিনি।
রবীন্দ্রনাথ ও মুসলিম সমাজ, শামসুর রহমান : নির্জনতা থেকে জনারণ্যে-সহ বেশ কয়েকটি গ্রন্থ রয়েছে তার। প্রবন্ধে বিশেষ ভূমিকা রাখার জন্য ২০১৪ সালে অধ্যাপক ভূইয়া ইকবাল বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
কেএম/জেডএস