জয়পুরহাট থেকে ঢাকায় ফেনসিডিল এনে ধরা

রাজধানীর দারুস সালাম থেকে ১৭৮ বোতল ফেনসিডিলসহ দুই নারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে র্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস এ তথ্য জানান।
তিনি জানান, র্যাব-৩ এর একটি দল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদক কারবারি চক্রের কয়েকজন সদস্য আহাদ পরিবহনে যাত্রী বেশে জয়পুরহাট থেকে ফেনসিডিলের চালান নিয়ে আসছেন। তাদের উদ্দেশ্য ছিল, ঢাকার গাবতলীতে ফেনসিডিলের বোতলগুলো বিক্রি করা।

ওই তথ্যের ভিত্তিতে র্যাব-৩ এর আভিযানিক দল বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে দারুস সালাম থানার মাজার রোড এলাকায় অভিযান চালিয়ে ১৭৮ বোতল ফেনসিডিলসহ দুই নারীকে আটক করে। আটকরা হলেন, মোছা. মিতু আক্তার (২৩) ও মোছা. রিতু আক্তার (২১)। দুজনই দিনাজপুর জেলার বাসিন্দা।
আটক দুই নারী প্রাথমিক জিজ্ঞাসাবাদে কৃতকর্মের বিষয়টি স্বীকার করেন। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন বলে জানান। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জেইউ/আরএইচ