চেকপোস্টে ঢিলেঢালা ভাব

ঈদ পরবর্তী লকডাউনের তৃতীয় দিন আজ (রোববার)। এবারের লকডাউন আগের লকডাউনের চেয়ে কঠোর হওয়ার কথা থাকলেও রাজধানী ঢাকার বিভিন্ন চেকপোস্টে দেখা গেছে ঢিলেঢালা ভাব। ঢাকার বাইরে থেকে আজও মানুষকে ঢুকতে দেখা গেছে নানা উপায়ে।
রোববার বাবুবাজার ব্রিজে দেখা যায়, এ ব্রিজের মুখে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। তবে সেখানে খুব শক্ত অবস্থান দেখা যায়নি। ঢিলেঢালা চেকপোস্ট পেরিয়েই মানুষ ঢুকছে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, আমরা সকাল থেকেই কঠোর বিধিনিষেধের দায়িত্ব পালন করে আসছি। যাদের সন্দেহ হচ্ছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশিরভাগই জরুরি বা গুরুত্বপূর্ণ কাজের কথা বলছেন। তাই আমরা তাদের চেকপোস্টগুলো অতিক্রম করতে দিচ্ছি।

মাদারীপুর থেকে আসা আসাদুজ্জামান নামে এক ব্যক্তি বলেন, আমি ওষুধ কোম্পানিতে চাকরি করি। শনিবার পর্যন্ত ঈদের ছুটি থাকায় গ্রামে ছিলাম। আজ রোববার থেকে অফিস খোলা তাই সকালে বাড়ি থেকে ঢাকায় এসেছি। বাস বা যানবাহন না পাওয়ায় ভেঙে ভেঙে ঢাকায় আসতে হয়েছে।
চেকপোস্টে কোনো ধরনের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না। তেমন কোনো জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়নি।
আসাদুজ্জামানের মতোই মুন্সীগঞ্জের সিরাজদিখান থেকে আজ ঢাকায় এসেছেন আব্দুর রহিম। তিনি ঢাকা পোস্টকে বলেন, মোহাম্মদপুরে ফার্নিচারের দোকানে কাজ করি। ঈদের ছুটি শেষ করে কাজে যাচ্ছি। মুন্সিগঞ্জ থেকে ভেঙে ভেঙে বাবুবাজার পর্যন্ত এলাম। তবে কোথাও কোনো চেকপোস্টে কিছুই জিজ্ঞেস করা হয়নি। কিছু কিছু চেকপোস্টে ২/১ জন পুলিশ দাঁড়িয়ে আছে। কই তারা তো কোনো কিছু জিজ্ঞেস করে না।
টিএইচ/এনএফ