মহারাষ্ট্রে ভূমিধসে প্রাণহানির ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক

ভারতের মহারাষ্ট্রে কয়েক দিনের টানা বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে ১৩৮ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ আছেন আরো অনেকে। এই প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রোববার (২৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করকে পাঠানো এক বার্তায় ড. মোমেন এই শোক প্রকাশ করেন।
জয়শঙ্করকে পাঠানো বার্তায় মোমেন জানান, ভারতের এই কঠিন সময়ে বাংলাদেশ সম্ভাব্য সবক্ষেত্রে সহায়তা বাড়াতে প্রস্তুত রয়েছে।
জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ ও ভারতকে একসঙ্গে কাজ করা দরকার জানিয়ে ড. মোমেন বার্তায় উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান বিপর্যয়ের আলোকে দুর্যোগ পরবর্তী পরিস্থিতি পরিচালনা করতে বাংলাদেশ ও ভারতকে একসঙ্গে কাজ করা দরকার।
উল্লেখ্য যে, চলতি বছরের মার্চে নরেন্দ্র মোদির ঢাকা সফরে বাংলাদেশ ও ভারত দুর্যোগ ব্যবস্থাপনায় সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্বাক্ষর করেছে ।
ড. মোমেন ভূমিধসে নিহতদের আত্মার শান্তি, আহত ব্যক্তিদের দ্রুত পুনরুদ্ধারের পাশাপাশি শোকাহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রার্থনা করেন, যাতে তারা অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে পারেন।
এনআই/জেডএস