বুধবারও ৮ ঘণ্টা গ্যাস থাকবে না মিরপুরে

স্বল্পচাপজনিত সমস্যা নিরসনের লক্ষ্যে নতুন পাইপলাইন স্থাপনের কাজের কারণে বুধবার (১৩ জানুয়ারি) মিরপুরের বেশ কিছু এলাকায় প্রায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা নিরসনে মিরপুরের পল্লবী, কালশী এলাকায় নতুন পাইপলাইন স্থাপনের কাজ চলমান রয়েছে। ফলে বুধবার (১৩ জানুয়ারি) মিরপুরের বেশ কিছু এলাকায় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্যাস সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে- মিরপুর ১০ নম্বর থেকে ১২ নম্বর সেক্টর বাস স্ট্যান্ড পর্যন্ত পূর্বপাশের এলাকা, মিরপুর ১০ নম্বর গোলচক্কর থেকে মিরপুর ১৩ নম্বর সেক্টরের পানির ট্যাংক পর্যন্ত রাস্তার উত্তর পাশের এলাকা এবং আশপাশের এলাকায় সব শ্রেণীর গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এদিকে মঙ্গলবারও (১২ জানুয়ারি) গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা সমাধানে ওইসব এলাকায় নতুন পাইপ বসানোর কাজের কারণে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
এএসএস/জেডএস