ডেঙ্গু নিয়ন্ত্রণে ফের শুরু হচ্ছে ডিএনসিসির ‘চিরুনি অভিযান’

এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আবারও চিরুনি অভিযান শুরু করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আগামীকাল মঙ্গলবার (২৭ জুলাই) থেকে ১০ দিনের জন্য এ অভিযান শুরু হবে।
সোমবার (২৬ জুলাই) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম।
তিনি বলেন, এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের লক্ষ্যে আগামীকাল (২৭ জুলাই) সকাল ১০টা থেকে চিরুনি অভিযান শুরু হবে। ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তার উপস্থিতিতে মিরপুরের রূপনগর আবাসিক এলাকা থেকে এ অভিযান শুরু হবে।
তিনি আরও বলেন, ডিএনসিসির সব অঞ্চলেই ২৭ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত শুক্রবার ব্যতীত ১০ দিনব্যাপী এই চিরুনি অভিযান একযোগে পরিচালিত হবে।
এর আগে গত ১১ থেকে ১৯ জুলাই পর্যন্ত এডিস মশা নির্মূলে চিরুনি অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণে তাদের কার্যক্রম প্রতিদিনই পরিচালিত হচ্ছে। চিরুনি অভিযানে গত ৯ দিনের হিসেবের তথ্য জানিয়েছে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা আবুল বাশার মোহম্মদ তাজুল ইসলাম।
তার দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এ ক’দিনে মোট ৫৪ ওয়ার্ডে ৮৮ হাজার ৬১৬টি স্থাপনা পরিদর্শন করে মোট ৫৮২টি স্থানে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এ সময় মোট ৬৫ হাজার ২৬২ স্থাপনায় লার্ভিসাইড স্প্রে করেন মশক নিধন কর্মীরা। নিয়মিত ১২টি ও ভ্রাম্যমাণ আদালতে মোট ৮৯টি মামলায় জরিমানা আদায় করা হয় ১০ লাখ ৮৯ হাজার টাকা।
এএসএস/এসকেডি