প্রেমিকের সঙ্গে ঝগড়া করে কিশোরীর আত্মহত্যা

রাজধানীর মুগদা থানাধীন মানিকনগর এলাকার একটি বাসা থেকে আফসানা অপি (১৪) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ জুলাই) দুপুর ২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে রাত সাড়ে ৮টায় ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে মুগদা থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোসা. ফেরদৌসী আক্তার ঢাকা পোস্টকে জানান, আমরা খবর পেয়ে মুগদার মানিকনগর হাফেজ সাহেবের গলি এলাকার ৭৫/২ বাসা থেকে বিছানায় শোয়া অবস্থায় মরদেহ উদ্ধার করি। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাত সাড়ে ৮টার সময় পাঠাই।
তিনি আরও জানান, পরিবারের সদস্যের কাছ থেকে জানতে পেরেছি- মেজবাহ নামে এক ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ওই ছেলের সঙ্গে আজ কথা কাটাকাটি হয়েছে তার। একপর্যায়ে বাসায় এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। এ বিষয়ে আমরা আর কিছু জানতে পারিনি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আরও তথ্য জানা যাবে।
এসআই ফেরদৌসী জানান, নিহতের বাড়ি ফরিদপুরে। সে মোহাম্মদ আবু মিয়ার মেয়ে। বর্তমানে মুগদা এলাকার মানিকনগরের হাফেজ সাহেবের গলিতে থাকেন।
এসএএ/এসএসএইচ