ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে নারী নিহত

Dhaka Post Desk

ঢামেক প্রতিবেদক

২৮ জুলাই ২০২১, ০৭:১৮ পিএম


ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে নারী নিহত

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পাগলা এলাকায় ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় মোসা. সানজু (৩২) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বামী মো. রনি ঢাকা পোস্টকে বলেন, আমরা পাগলা বাসস্ট্যান্ড থেকে ভ্যানে করে বাসায় ফেরার পথে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ছিটকে পড়ে আমার স্ত্রী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমরা ফতুল্লা এলাকায় থাকি। গ্রামের বাড়ি নীলফামারী জেলার সদর থানার গোদাছড়ি এলাকায়।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ট্রাকের ধাক্কায় আহত অবস্থায় এক নারীকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

এসএএ/এসকেডি

Link copied