বৃষ্টি-ছুটির আবহে ফাঁকা রাজধানী

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের আজ অষ্টম দিন। সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে ঝরছে গুড়ি গুড়ি বৃষ্টি। বিধিনিষেধ, সাপ্তাহিক ছুটি আর বৃষ্টির আবহে অন্যান্য দিনের তুলনায় আজ অনেকটা বেশি ফাঁকা রাজধানীর সড়ক।
বিধিনিষেধের অন্যান্য দিন সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয়তা দেখা গেলেও আজ অধিকাংশ চেকপোস্ট দেখা গেছে ফাঁকা। যেগুলোতে পুলিশের অবস্থান লক্ষ্য করা গেছে, সেগুলোতে শুধু মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকদেরই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রিকশা ও পণ্যবাহী যানবাহন চলছে নির্বিঘ্নে।
শুক্রবার (৩০ জুলাই) সকাল থেকে দুপুরের আগ পর্যন্ত রাজধানীর আগারগাঁও বিজয় সরণি, মহাখালী, গুলশান-১ ও গুলশান-২ এলাকা ঘুরে এসব চিত্র দেখা যায়।

চির ব্যস্ত বিজয় সরণিতে নেই গাড়ির দীর্ঘ লাইন। দেখা যায়, এই সড়কে রিকশা, প্রাইভেটকার, মোটরসাইকেল ও পণ্যবাহী যানবাহন চলাচল করছে। নেই পুলিশের চেকপোস্ট।
তেজগাঁও শিল্পাঞ্চল, মহাখালী ও গুলশান এলাকার চিত্রও প্রায় একই। তবে মহাখালী থেকে গুলশান-১ যাওয়ার সড়কে স্থায়ী চেকপোস্টে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আবার গুলশান-২ এর আগে স্থাপিত দুটি চেকপোস্টে পুলিশের উপস্থিতি ছিল না।
জানতে চাইলে তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাহেদ আল মাসুদ বলেন, আজ সাপ্তাহিক ছুটির দিন। তার মধ্যে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি। এমন আবহে বিধিনিষেধ শতভাগ বাস্তবায়িত হচ্ছে কোনো ধরনের চাপ ছাড়াই। সড়কে নেই মানুষের পদচারণা, নেই অন্যান্য দিনের মতো যানবাহন।
মহাখালী ট্রাফিক জোনের সহকারী কমিশনার (এসি) আফশাক আহমেদ ঢাকা পোস্টকে বলেন, এ এলাকায় আজ মানুষের চলাচল খুবই কম। নির্বিঘ্নে চলাচল করছে অ্যাম্বুলেন্স। অন্যান্য যানবাহন চলাচলের ক্ষেত্রে জিজ্ঞাসাবাদের সম্মুখীন করা হচ্ছে। এ এলাকায় তিনটি চেকপোস্ট চলমান রয়েছে।

বাড্ডা ট্রাফিক জোনের সহকারী কমিশনার (এসি) সুবীর রঞ্জন দাস ঢাকা পোস্টকে বলেন, সকাল থেকেই বৃষ্টি। আমাদের ট্রাফিক সদস্যরা ইউনিফর্মসহ রেইনকোট পরে চেকপোস্ট পরিচালনা করছে। যথাযথ কারণ ছাড়া কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। তবে অন্যদিনের তুলনায় আজ সড়কে চাপ খুবই কম।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের সপ্তম দিনে কঠোর বিধিনিষেধ লঙ্ঘন করায় গত বৃহস্পতিবার (২৯ জুলাই) ৫৬৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ২০৬ জনকে জরিমানা করা হয়েছে ৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা। এছাড়াও ৪৩৮টি গাড়িকে ৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
জেইউ/এমএইচএস