মেঘলা আকাশের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস

সারাদিন রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মেঘলা আকাশের পাশাপাশি মাঝেমধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত হতে পারে।
রোববার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. এ কে এম নাজমুল হোসেন ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ রাজধানীতে রোদের দেখা খুবই কম মিলবে। অধিকাংশ সময় আকাশ মেঘলা থাকতে পারে। সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। আগামী দুই দিনে আবহাওয়ার অবস্থা কিছুটা পরিবর্তন হতে পারে।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি ভারতের বিহার ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশে, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
একে/ওএফ