আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন ড. শামসুন নাহার বেগম

জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ‘আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেতে যাচ্ছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)।
এছাড়া বিনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামসুন নাহার বেগম পাচ্ছেন ‘উইমেন ইন প্ল্যান্ট মিউটেশন ব্রিডিং অ্যাওয়ার্ড’। প্ল্যান্ট মিউটেশন ব্রিডিং ও রিলেটেড বায়োটেকনোলজিতে অবদানের জন্য এ পুরস্কার পাচ্ছেন তিনি। আগামী সেপ্টেম্বরে আইএইএর সাধারণ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেওয়া হবে।
সোমবার (২ আগস্ট) সন্ধ্যায় কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ শাখার সিনিয়র তথ্য অফিসার মো: কামরুল ইসলাম ভূইয়া এ তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ইতোমধ্যে জাতিসংঘের আইএইএ থেকে আমাদের অভিনন্দন জানানো হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট আরও কিছু অফিস থেকেও আমাদের চিঠি দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
একে/এসকেডি