মেঘ-বৃষ্টি-রোদের সাথে কাটতে পারে দিন

আজ সকাল থেকে ঢাকায় মেঘের দেখা মিললেও দিনের মধ্যভাগে তা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সারাদিনে মাঝে মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির দেখাও মিলতে পারে। উঁকি দিতে পারে রোদ। সব মিলিয়ে সারাদিন মেঘ, বৃষ্টি আর রোদ- এই তিনের দেখাই মিলতে পারে।
আজ মঙ্গলবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা আবহাওয়ার পূর্বাভাসে এমনটি জানালেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, সকালে মেঘ দেখা দিলেও তা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মেঘ কেটে গিয়ে রোদের দেখা মেলার সম্ভাবনাও রয়েছে। তবে মাঝে মধ্যে হালকা বৃষ্টি হতে পারে।
তিনি জানান, আজ সারাদেশে বড় ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আগামীকাল বা পরশু ঢাকাসহ সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এছাড়া সারাদেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে বিচ্ছিন্নভাবে দেশের দু-এক জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি ভারতের উত্তর প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
একে/এইচকে