নারায়ণগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের চাষাড়ায় ২ নম্বর গেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সুমন ঢালী (৩০) নামে এক গার্মেন্টসকর্মীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ আগস্ট) বিকেল তিনটার দিকে সুমনকে ছুরিকাঘাত করা হয়। পরে আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বোন সুবর্ণা বলেন, আমার ভাই নারায়ণগঞ্জ চাষাড়া এলাকায় একটি গার্মেন্টসে কাজ করতেন। আজ বিকেলে কে বা কারা যেন তাকে ছুরি মারে। পরে পথচারীরা উদ্ধার করে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সেখানে যাই। অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে তিন ব্যাগ রক্ত দিই। তবুও ভাইকে বাঁচাতে পারিনি।
জরুরি বিভাগের চিকিৎসক জানান, ছুরিকাঘাতে সুমনের পাকস্থলী ছিদ্র হয়ে যায়। এ কারণেই তার মৃত্যু হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, কে বা কারা যেন তাকে পেটে ছুরিকাঘাত করেছে। চিকিৎসক জানান, তার প্যান্টের পকেটে একটি ছুরি পাওয়া গেছে।
এসএএ/আরএইচ