রাজধানীতে আনসার আল ইসলাম সদস্য আটক

রাজধানীর তেজগাঁওয়ে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের সদস্য মো. ইসমাইল শেখকে (৩২) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি বিশেষ দল মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত ৯টার দিকে তেজগাঁও থানার আরজত পাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে। এসময় উগ্রবাদী পুস্তিকা, লিফলেট ও দুটি মোবাইল জব্দ করা হয়।
গত বছরের ৩০ সেপ্টেম্বর ও ২৩ ডিসেম্বর আনসার আল ইসলামের চার শীর্ষ সদস্যকে গ্রেফতার করে র্যাব-২।
পরবর্তীতে পলাতক আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-২ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ইসমাইল শেখকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে ইসমাইল জানান যে তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র বই ও প্রচারপত্র বিলি করে নতুন সদস্য সংগ্রহের কার্যক্রম চালিয়ে আসছিলেন। তার সঙ্গে থাকা পুস্তিকা, লিফলেট ও মোবাইল থেকে জঙ্গিবাদে জড়িত থাকার সরাসরি প্রমাণ পাওয়া গেছে।
তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের পলাতক সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছে র্যাব।
জেইউ/ওএফ