করোনায় আক্রান্ত দুদক পরিচালকসহ আরও ১১ জন

করোনাভাইরাসের চলমান সংক্রমণে নতুন করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন পরিচালক ও একজন উপ-পরিচালকসহ মোট ১১ কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন।
সর্বশেষ তথ্যানুসারে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে তারা বর্তমানে হাসপাতাল ও বাসায় চিকিৎসাধীন রয়েছেন।
এ নিয়ে করোনা সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত রাষ্ট্রীয় দুর্নীতিবিরোধী সংস্থাটির মোট ১৫৬ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। আশার কথা হচ্ছে ইতোমধ্যে ১৪২ জন সুস্থ হয়েছেন। যদিও প্রতিষ্ঠানটির এক পরিচালকসহ তিনজন মহামারিতে জীবন দিয়েছেন।
বর্তমানে আক্রান্ত কর্মকর্তা-কর্মচারীরা হলেন, দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক শেখ মো. ফানাফিল্যা ও তার পরিবার, দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক এস এম আখতার হামিদ ভূঞা, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম, ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ ও তার পরিবার, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মনোয়ারুল ইসলাম, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মো. ওসমান গনি, একই কার্যালয়ের সহকারী পরিদর্শক মো. আবদুল্লাহ আল মামুন ও তার পরিবার, কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এইচ এম আখতুরুজ্জামান ও কনস্টেবল নুর হোসেন মুন্সি, পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন এবং দুদকের প্রধান কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর মো. ওমর ফারুক।
এ বিষয়ে দুদক কমিশনার (অনুসন্ধান) ড. মোজাম্মেল হক খান ঢাকা পোস্টকে বলেন, দুর্নীতি দমন ও প্রতিরোধ কাজ করতে গিয়ে করোনাভাইরাসে প্রতিনিয়ত কর্মকর্তা-কর্মচারীরা আক্রান্ত হচ্ছেন। তারপরও আমাদের কর্মকাণ্ড চলমান আছে। সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে কমিশনের যাবতীয় কর্মকাণ্ড চলমান থাকবে।
মহামারির প্রথম ঢেউয়ে দুদকের তিন মহাপরিচালকসহ ১০৮ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছিলেন। তখনই তিন কর্মকর্তা-কর্মচারী মৃত্যুবরণ করেন।
স্বাস্থ্য অধিদফতরে দেওয়া তথ্যানুসারে করোনায় আক্রান্ত হয়ে বুধবার (৪ আগস্ট) দেশে ২৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৬৩৮ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৮১৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৯ হাজার ৯১০ জনে।
আরএম/জেডএস