সীতাকুণ্ডে ট্রাকচালক হত্যা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে র্যাবের সঙ্গে গোলাগুলিতে গরুবাহী ট্রাকচালক আবদুর রহমান হত্যা মামলার আসামি কাজল বাহিনীর প্রধান কাজল ডাকাত (৪৮) নিহত হয়েছেন।
শুক্রবার (৬ আগস্ট) দিবাগত রাত দেড়টায় উপজেলার সলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে র্যাব অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে ডাকাত দল র্যাবের উদ্দেশে গুলি ছোড়ে। আত্মরক্ষায় র্যাব পালটা গুলি ছুড়লে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে কাজলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, দুটি এলজি, ১৫টি কার্তুজ, একটি কার্তুজের খোসা, দুটি রামদা ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে। কাজলের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
গত ১৬ জুলাই ভোর ৪টার দিকে দুটি ট্রাকে করে ১১টি গরু নিয়ে যাচ্ছিলেন বেপারি। ট্রাক দুটি বায়েজিদ সংযোগ সড়কে পৌঁছালে একটি পিকআপ ট্রাকের সামনে এসে দাঁড়ায়। ডাকাতের বিষয়টি বুঝতে পেরে চালক দরজা না খুলে ট্রাকটিকে জোরে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন চালক আবদুর রহমানকে গুলি করে ডাকাতরা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর নিহতের ভাই সীতাকুণ্ড থানায় হত্যা মামলা করেন। এ ঘটনায় বিভিন্ন সময় মোট আটজনকে গ্রেফতার করেছে র্যাব।
কেএম/এমএইচএস