উত্তরা আইইএস কেন্দ্রে ছিল না স্বাস্থ্যবিধি

কেউ থুতনির নিচে মাস্ক রেখে খোশগল্পে মাতেন। কেউবা গায়ে গা লাগিয়ে টিকা দেওয়া দেখেন। আবার অনেকে অযথাই টিকা দেওয়ার জায়গায় ভিড় করেন। কেউই মানেননি স্বাস্থ্যবিধি।
শনিবার (৭ আগস্ট) রাজধানীর উত্তরার ৫২ নম্বর ওয়ার্ডের ৫ নম্বর সেক্টরে আইইএস স্কুল অ্যান্ড কলেজে ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে কেন্দ্রে এমন দৃশ্য দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, এ কেন্দ্রে মধ্যবয়সীরা সকাল থেকেই টিকা নিতে ভিড় জমাচ্ছিলেন। হাতে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে নাম লিখিয়ে টিকা দেওয়ার জায়গায় তারা জটলা বাঁধেন। শৃঙ্খলা ও সারি মানেননি না কেউ। যে যার মতো টিকা নেওয়ার জন্যে চেষ্টা করেন। নারী-পুরুষকে আলাদা কক্ষে টিকা দেওয়া হয়।
টিকা নিতে অপেক্ষারত কেউ কেউ মাস্ক খুলে রাখেন। অনেকে আবার থুতনির নিচে ঝুলিয়ে রাখেন। টিকা পেতে দেরি হওয়ায় কয়েকজন একসঙ্গে হয়ে গল্পে মেতে ওঠেন। কেউ কেউ চেষ্টা করেন দ্রুত টিকা নিয়ে বাড়ি ফিরতে। দুপুরের পর টিকা শেষ হয়ে যায়। ফলে অনেকে এসেও টিকা পাননি। এছাড়া অনেকেই এ ওয়ার্ডের ভোটার না হওয়ায় টিকা নিতে এসে না পেয়ে ফিরে যান।
দুপুর একটার দিকে টিকা না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছিলেন আনোয়ার হোসেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, এভাবে টিকা দেওয়ার পদক্ষেপ সময়োপযোগী সিদ্ধান্ত। তবে আরও সুসংগঠিত হয়ে টিকা কার্যক্রম পরিচালিত করতে হবে। বিশেষ করে স্বাস্থ্যবিধিকে প্রাধান্য দেওয়া উচিত। দুপুরের মধ্যেই টিকা শেষ হয়ে গেছে। ভাবছি কাল সকালেই টিকা নিতে চলে আসব।
এ কেন্দ্রে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন সার্বিকভাবে দেখভাল করছেন উত্তরা সিটি কর্পোরেশনের ৫২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ফরিদ আহমেদ। তিনি বলেন, আজ প্রথমদিন। তাই একটু এলোমেলো হয়েছে। কাল থেকে যেন ঠিকভাবে টিকা কার্যক্রম চলে, সে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, শুধুমাত্র ৫২ নম্বর ওয়ার্ডের ভোটারদের এ কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। আজ ৩০০ জনকে টিকা দেওয়া হয়েছে। দুপুরের মধ্যেই বরাদ্দ টিকা শেষ হয়েছে। কাল আবারও টিকা দেওয়া হবে।
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গণটিকা কার্যক্রম গতিশীল করতে সারাদেশে শুরু হয়েছে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন। সিটি করপোরেশন, ইউনিয়ন-ওয়ার্ড ও বিভিন্ন অঞ্চলভেদে ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন।
একে/আরএইচ