চাল আমদানি নজরদরিতে কন্ট্রোল রুম গঠন

বেসরকারি পর্যায়ে চাল আমদানি তদারকির জন্য ছয় সদস্যের কন্ট্রোল রুম গঠন করেছে খাদ্য মন্ত্রণালয়।
কন্ট্রোল রুমের দায়িত্বে রয়েছেন- খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ মাহবুবুর রহমান, হুরে জান্নাত, শারমিন ইয়াসমিন, প্রশাসনিক কর্মকর্তা মো: আমিনুল ইসলাম হাজারী, মো: মতিউর রহমান ও মো: মুরাদুজ্জামান।
বেসরকারি পর্যায়ে বিদেশ থেকে চাল আমদানির ক্ষেত্রে কি পরিমাণ এলসি খোলা হচ্ছে, এলসি মোতাবেক চাল আমদানি করা হয়েছে কিনা বিষয়টি তদারকি করবে কন্ট্রোল রুম।
এছাড়াও আমদানি করা চাল কোথায় বিক্রি করা হচ্ছে ও মাঠ পর্যায়ে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা বিষয়টি যথাযথভাবে মনিটরিং করছেন কিনা সে বিষয়ে তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে কন্ট্রোল রুমকে।
বাজার নিয়ন্ত্রণে আনতে কয়েক দফায় এখন পর্যন্ত বেসরকারিভাবে সাত লাখ ৮২ হাজার ৫০০ টন চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। সর্বশেষ বুধবার (১৩ জানুয়ারি) ৪৩ প্রতিষ্ঠানকে এক লাখ ছয় হাজার ৫০০ টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়।
এর আগে গত ৩ জানুয়ারি ১০ প্রতিষ্ঠান এক লাখ পাঁচ হাজার টন চাল আমদানির অনুমতি পায়। এরপর ৪ জানুয়ারি দুই লাখ ২৫ হাজার টন চাল আমদানির অনুমতি পায় আরও আরও ১৯ বেসরকারি প্রতিষ্ঠান।
এছাড়া গত ৬ জানুয়ারি ৪৯ প্রতিষ্ঠানকে এক লাখ ৭৪ হাজার ৫০০ টন ও ১০ জানুয়ারি ৬৪ প্রতিষ্ঠানকে এক লাখ ৭১ হাজার ৫০০ টন চাল আমদানির অনুমতি দেয় সরকার।
এসএইচআর/ওএফ