যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে নিরাপত্তা প্রহরী আহত

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রেজওয়ান (৩৫) নামে এক নিরাপত্তা প্রহরী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
যাত্রাবাড়ী থানার পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ হুমায়ুন ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো ছিনতাইকারী এ ঘটনা ঘটাতে পারে। তার মোবাইল এবং মানিব্যাগ নিয়ে গেছে। তার শারীরিক অবস্থা ভালো নয়। চিকিৎসা চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
আহত ব্যক্তির নাম রেজওয়ান। তিনি যাত্রাবাড়ী এলাকায় সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। তার বাড়ি গোপালগঞ্জ জেলার সদর থানার কলজিয়া গ্রামে। তারা বাবার নাম আইয়ুব আলী।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, যাত্রাবাড়ী থেকে রক্তাক্ত অবস্থায় এক সিকিউরিটি গার্ডকে পুলিশ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এসেছে। চিকিৎসক জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
এসএএ/আরএইচ