চট্টগ্রাম-মোংলা বন্দরে চেয়ারম্যান, রাজউকে অধ্যক্ষ পদে পরিবর্তন

চট্টগ্রাম ও মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ পদে পরিবর্তন এনেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এডিজি পদেও পরিবর্তন আনা হয়েছে।
বুধবার (১৩ জানুয়ারি) পৃথক আদেশে এসব পদে পরিবর্তনের কথা জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান।
এম শাহজাহান ১৯৮৪ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন। ১৯৮৭ সালে কমিশন্ডপ্রাপ্ত হন। দীর্ঘ চাকরি জীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। ২০১৯ সালের ১১ মার্চ তিনি বাংলাদেশ কোস্ট গার্ডের উপ-মহাপরিচালক হিসেবে যোগদান করেন।
২০২০ সালের ৯ এপ্রিল দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা বন্দরে চেয়ারম্যান হিসেবে যোগদান করেন এম শাহজাহান।
অপরিদিকে নৌ বাহিনীর রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসাকে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নৌ বাহিনীতে প্রত্যাবর্তনের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
অপর আদেশে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসানকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এডিজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এডিজির দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আসিফ ইকবালকে প্রত্যাবর্তনের জন্য সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়।
এদিকে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল তায়েফ উল হক। সেনাবাহিনী থেকে তাকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের বর্তমান অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শওকত আলমকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এসএইচআর/এসআরএস