বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করলেন সুইস রাষ্ট্রপতি

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি গাই পারমেলিন।
মঙ্গলবার (১২ জানুয়ারি) দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান সুইজারল্যান্ডের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র দেওয়ার সময় এ প্রশংসা করেন।
এসময় বাংলাদেশি রাষ্ট্রদূত স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের পরও বাংলাদেশের বাণিজ্য সুবিধা বহাল রাখার জন্য সুইজারল্যান্ড সরকারকে আহ্বান জানান।
রাষ্ট্রদূত বাংলাদেশের ধারাবাহিক অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রপতিকে অবহিত করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ খুব শিগগিরই স্বল্পোন্নত দেশ হতে উত্তরণ করবে বলে মোস্তাফিজুর রহমান সুইস রাষ্ট্রপতিকে জানান।
এক্ষেত্রে তিনি স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পর একটি নির্দিষ্ট মেয়াদের জন্য বাণিজ্যসুবিধা বহাল রাখার লক্ষ্যে বিশ্ব বাণিজ্য সংস্থায় চলমান আলোচনায় সুইজারল্যান্ড সরকারের সমর্থন কামনা করেন।
রাষ্ট্রদূত বাংলাদেশকে বিনিয়োগকারীদের জন্য একটি লাভজনক বাজার বলে উল্লেখ করে সুইসদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানান।
এছাড়া তিনি জলবায়ু সংকট মোকাবিলায় সুইজারল্যান্ডের সহায়তা চাওয়া ছাড়াও কোভিড-১৯ মহামারির কারণে আর্থ-সামাজিক সংকট মোকাবিলায় বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপের বিষয়েও তিনি সুইস রাষ্ট্রপতিকে অবহিত করেন।
সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। এ সময় তিনি সুইস বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বলে রাষ্ট্রদূতকে জানান।
সুইস রাষ্ট্রপতি রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা দেওয়ায় বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন। রাষ্ট্রদূত রহমান রোহিঙ্গা সমস্যা সমাধানে সুইজারল্যান্ডের অব্যাহত সমর্থনে সন্তোষ প্রকাশ করেন।
বাংলাদেশি দূত জানান, জাতিসংঘ, আসিয়ান, প্রতিবেশী রাষ্ট্রসমূহ ও মিয়ানমারে বিনিয়োগকারী দেশগুলো মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করে এ সমস্যার টেকসই সমাধানে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সুইস রাষ্ট্রপতি নবনিযুক্ত রাষ্ট্রদূতের মাধ্যমে বাংলাদেশের সরকার এবং জনগণকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অভিনন্দন জানান।
এনআই/এসএম