করোনায় আক্রান্ত হয়েছেন ইসির ২১২ কর্মকর্তা-কর্মচারী

করোনা মহামারির শুরু থেকে আজ পর্যন্ত (৮ আগস্ট) সারাদেশে নির্বাচন কমিশনের (ইসি) ২১২ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১২৭ জন কর্মকর্তা-কর্মচারী সুস্থ্য হয়েছেন, মারা গেছেন ১০ কর্মকর্তা-কর্মচারী। এছাড়া বাসায় চিকিৎসা নিচ্ছেন ৫৯ এবং হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ১৭ জন।
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সহকারী সচিব রুহুল আমিন মল্লিক ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইসি কর্মকর্তা-কর্মচারীদের মৃত্যুবরণ করার ঘটনা বাড়ছে। এর মধ্যে একজন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, একজন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, একজন জেলা নির্বাচন কর্মকর্তা, দুজন উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা এবং বাকি পাঁচজন ইসির কর্মচারী করোন আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
এর আগে, সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ময়মনসিংহ অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, নারায়ণগঞ্জ বন্দর থানায় কর্মরত সাবেক উপজেলা নির্বাচন কর্মকর্তা, মৌলভীবাজারের রাজনগর উপজেলার সাবেক নির্বাচন কর্মকর্তা, চট্টগ্রামের সাবেক জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা করোনায় মারা যান। এর বাইরে ঝিনাইদহের কালিগঞ্জের অফিস সহায়ক, পটুয়াখালীর কলাপাড়ার সাবেক অফিস সহায়ক, চালকসহ মোট পাঁচজন কর্মচারী করোনায় মারা গেছেন।
এসআর/এসএম