আড়াই লাখ টাকার চেকসহ দুদকের ভুয়া কর্মকর্তা আটক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া এক প্রতারককে আটক করা হয়েছে।
কখনও দুদকের সহকারী পরিচালক, কখনও সহকারী পরিদর্শক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন জাহাঙ্গীর আলম ওরফে ইমতিয়াজ আহমেদ। সোমবার (৯ আগস্ট) রাজধানীর সেগুন বাগিচা থেকে আড়াই লাখ টাকার চেকসহ জাহাঙ্গীর আটক করা হয়।
দুদকের উপসহকারী পরিচালক রাকিবুল হায়াতের নেতৃত্বে একটি টিম বিভিন্ন ব্যক্তির নামে সম্পদের ভূয়া নোটিশ ও জাল আইডি কার্ডসহ তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিকেলে রমনা থানায় ভুক্তভোগী মো. আব্দুল কাহহার সিদ্দিক বাদীয় মামলা দায়ের করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক ঢাকাপোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগেও একাধিক সংঘবদ্ধ চক্র বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিদের নামে কল্পিত অভিযোগ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় বেশ কিছু প্রতারককে গ্রেফতার করে দুদক।
যে কারণে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দুদক থেকে সর্বসাধারণকে সচেতন করা হয়। ওই বিজ্ঞপ্তিতে যদি কোনো ব্যক্তি কমিশনের কর্মকর্তা কিংবা কমিশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নাম ব্যবহার করে টেলিফোন করে বা ব্যক্তিগতভাবে নিজেকে কমিশনের কর্মকর্তা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের স্বজন পরিচয় দিয়ে অনৈতিক কোনো বিষয়ে তদবির করে, তাহলে টেলিফোনের সত্যতার নিশ্চয়তা এবং প্রতিকার পাওয়ার জন্য তাৎক্ষণিক দুদকের পরিচালক (গোয়েন্দা) মীর মো. জয়নুল আবেদীন শিবলী (মোবাইল নং- ০১৭১১-৬৪৪৬৭৫) অথবা দুদকের কল সেন্টার ১০৬ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করে।
আরএম/জেডএস