বিমানবন্দর সড়কে অটোরিকশার ধাক্কায় গার্ড নিহত

রাজধানীর কুড়িল-বিমানবন্দর সড়কে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মারাজ (১৮) নামে এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন। বুধবার (১১ আগস্ট) পৌনে ২টায় আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৩টায় মারা যান।
নিহতের সহকর্মী রুহুল আমিন ঢাকা পোস্টকে বলেন, আমরা ১০ দিন হলো হবিগঞ্জ থেকে ঢাকায় এসে সততা সিকিউরিটি কোম্পানিতে চাকরি করছি। কুড়িল-বিমানবন্দর সড়কের পাশে ডিউটি করছিলেন মারাজ। রাস্তা পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। জরুরি বিভাগে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার সময় আমার ডিউটি ছিল না। আমি পাশেই বসে ছিলাম। আহত অবস্থা রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
তিনি আরও জানান, আমাদের বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল থানায়। মারাজ ওই এলাকার সোনাউর মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, কুড়িল-বিমানবন্দর সড়কে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আহত মারাজকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এসএএ/এসকেডি