ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচলে অনিশ্চয়তা

কঠোর বিধিনিষেধ শিথিলের পর বুধবার (১১ আগস্ট) থেকে ঢাকাসহ সারাদেশে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে তা বন্ধ রয়েছে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে। এ কারণে এ যাত্রীরা দ্বিগুণ ভাড়ায় বাস-মিনিবাসের ওপরই নির্ভর করছেন।
কবে নাগাদ ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে- জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) শাহাদাত আলী সরদার বুধবার (১১ আগস্ট) বিকেলে ঢাকা পোস্টকে বলেন, করোনা মহামারি শুরুর পর থেকেই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কবে থেকে এ রুটে ট্রেন চলাচল শুরু হবে, সে সিদ্ধান্ত হয়নি। করোনা সংক্রমণ আরও কমে এলে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।
রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এ রুটে বেসরকারি সংস্থা কর্তৃক প্রতিদিন ১৬ জোড়া ট্রেন পরিচালিত হতো। যাত্রীপ্রতি ভাড়া ছিল মাত্র ১৫ টাকা। করোনা শুরুর পর থেকে তা বন্ধ রয়েছে। বিধিনিষেধ শেষে সারাদেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল কিছুদিনের মধ্যেই হয়তো চালু করা সম্ভব হবে।
২০২০ সালের মার্চ মাস থেকে করোনা সংক্রমণ শুরুর পর সাধারণ ছুটি ঘোষণা করা হলে এই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ছয় মাসের বেশি যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকার পর এ রুটে তা চালু করা হয়েছিল। কিন্তু পরপর দুবার ট্রেন দুর্ঘটনা এবং করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় পুনরায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
পিএসডি/আরএইচ